মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান আমি। জীবনের ঊষালগ্নে হৃদয়ে অনেক স্বপ্নই
লালন করেছিলাম। কিন্তু সময়ের
সাথে সাথেই বাস্তবতার নিরিখে বুঝতে শিখেছি সব স্বপ্ন সত্যি হয়না। তবুও স্বপ্ন
দেখতে দোষ কোথায়! হাজারটা স্বপ্নের মধ্যে যদি অন্তত একটি স্বপ্নও বাস্তব হয় তা কম
কিসে!
লিখতে আমার ভালো লাগে। পদ্যের চেয়ে গদ্যতেই আমি বেশী স্বাচ্ছ্বন্দ্যবোধ করি। তাই মাঝে মাঝে
গল্পশ্রমিক হওয়ার বাসনা নিয়ে কলম বা কি-প্যাড হাতে তুলে নেই। কখনও লিখতে
পারি, কখনও
পারিনা।
তবুও
নিরন্তর চেষ্টা করছি কিছু কথা লিখে রাখতে যাতে কালের অতল গহবরে আমার
ভাবনাগুলো হারিয়ে না যায়। এরকম কিছু ভাবনার ক্ষুদ্র সম্মেলন ঘটানোর প্রয়াস নিয়ে এই ওয়েবপেজ
সাজিয়েছি। এই অধমের
ছাইপাশ
লেখাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সে আনন্দিত হবে।
রিপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার গঠনমূলক মন্তব্য ও সমালোচনা আমার লেখনীকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। দয়া করে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।