তোমাকে অনেকদিন দেখিনি
সে জন্য বুকে একটা চাপা ব্যাথা আছে অবশ্যই,
সেই সাথে আছে তোমাকে কাছে পাওয়ার প্রচন্ড আকুলতা।
তোমাকে দেখবো বলে কত রজনী
তাঁরাদের সাথে কথোপকথনে কাটিয়েছি,
চোখ বুঝেও আমি আমার সমস্ত সত্ত্বাজুড়ে
তোমার উপস্থিতি অনুভব করেছি।
কিন্ত আজ যখন তোমাকে দেখলাম,
অপরাজেয় বাংলার মতো বাকরুদ্ধ হয়ে রইলাম,
যেন এ জীবনের সব ভাষা বর্ণহীন হয়ে,
আমার উঠোনে ঠায় দাঁড়িয়ে রয়েছে,
কিন্ত কি এক অদৃশ্য বাধায় আমার
কপাট খুলে যেতে পারছেনা !
ক্যাম্পাসের কোমল বৃষ্টিভেজা দূর্বা মাড়িয়ে,
চলেছ এক যুবকের হাত ধরে,
তোমার মসৃণ পদযুগলে পিষ্ট হয়ে,
দূর্বাগুলো যেন চিৎকার করে বলছে,
আমাকে এভাবে শেষ করে দিওনা,
এ যেন দূর্বা নয়,
আমার হৃদয়ের আর্তচিৎকার!
আমার দৃষ্টি সীমায় যতোদূর চোখ যায়,
চেয়ে রইলাম তোমাদের পথপানে,
একসময় তুমি অদৃশ্য হয়ে গেলে
কিন্ত রয়ে গেল তোমার পদরেখা।
সর্পিল পদরেখাগুলো যেন বিষাক্ত সর্পিনী হয়ে
আমায় ক্ষত-বিক্ষত করছে ছোবলে ছোবলে।
তোমার মিথ্যে ছলনাময় মিষ্টি কথাগুলো
আজ বড্ড মনে পড়ছে,
তোমার বিগত মিষ্টবিষ বাক্যবাণ,
আমার কর্ণকোটরে বাজছে,
হৃদয় ভাঙার শব্দের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার গঠনমূলক মন্তব্য ও সমালোচনা আমার লেখনীকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। দয়া করে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।