আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

Latest News:

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা সিনেমার তালিকা



মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা সিনেমার তালিকা।

১৯৭০-এর দশকঃ

১.জীবন থেকে নেওয়া (১৯৭১) — জহির রায়হান পরিচালিত
২.ওরা ১১ জন (১৯৭২) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
৩.বাঘা বাঙ্গালী (১৯৭২) — আনন্দ পরিচালিত
৪.জয় বাংলা (১৯৭২) — ফকরুল আলম পরিচালিত
৫.অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২) — সুভাষ দত্ত পরিচালিত
৬.ধীরে বহে মেঘনা (১৯৭৩) — আলমগীর কবির পরিচালিত
৭.আমার জন্মভূমি (১৯৭৩) — আলমগীর কুমকুম পরিচালিত
৮.সংগ্রাম (১৯৭৩) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
৯.আবার তোরা মানুষ হ (১৯৭৩) — খান আতাউর রহমান
১০.আলোর মিছিল (১৯৭৪) — নারয়ণ ঘোষ মিতা পরিচালিত
১১.বাংলার ২৪ বছর (১৯৭৪) — মোহাম্মদ আলী পরিচালিত
১২.কার হাসি কে হাসে (১৯৭৪) — আনন্দ পরিচালিত
১৩.মেঘের অনেক রঙ (১৯৭৬) — হারুন-উর-রশিদ পরিচালিত


১৯৮০-এর দশকঃ

১৪.বাঁধন হারা (১৯৮১) — এ. জে. মিন্টু পরিচালিত
১৫.কলমীলতা (১৯৮১) — শহীদুল হক খান পরিচালিত
১৬.চিৎকার (১৯৮১) — মতিন রহমান পরিচালিত

১৯৯০-এর দশকঃ

১৭.একাত্তরের যীশু (১৯৯৩) — নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত
১৮.নদীর নাম মধুমতি (১৯৯৪) — তানভীর মোকাম্মেল পরিচালিত
১৯.আগুনের পরশমণি (১৯৯৫) — হুমায়ুন আহমেদ পরিচালিত
২০.মুক্তির গান (১৯৯৫) — তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত
২১.হাঙ্গর নদীর গ্রেনেড (১৯৯৭) — চাষী নজরুল ইসলাম পরিচালিত
২২.মুক্তির কথা (১৯৯৯) — তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত

২০০০-এর দশকঃ

২৩.মাটির ময়না (২০০২) — তারেক মাসুদ পরিচালিত
২৪.জয়যাত্রা (২০০৪) — তৌকির আহমেদ পরিচালিত
২৫.শ্যামল ছায়া (২০০৪) — হুমায়ুন আহমেদ পরিচালিত
২৬.খেলাঘর (২০০৬) — মোরশেদুল ইসলাম পরিচালিত

২০১০-এর দশকঃ

২৭.আমার বন্ধু রাশেদ - মোরশেদুল ইসলাম পরিচালিত
২৮ গেরিলা (চলচ্চিত্র) - নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত

আরো আছেঃ এখনো অনেক রাত, মেঘের পর মেঘ ,হৃদয়ে আমার দেশ, হৃদয়ে'৭১, সংগ্রাম, ৭১ এর গেরিলা ও আরো নাম না জানা অনেক।

এটি কোন চূড়ান্ত তালিকা নয়। আপনার জানা মুক্তিযুদ্ধভিত্তিক কোন চলচ্চিত্রের নাম তালিকা থেকে বাদ পড়ে থাকলে দয়া করে মন্তব্যের ঘরে সেই সিনেমার নামটা উল্লেখ করে দিন। আমি পোস্টটা আপডেট করে নেব।

তথ্যসূত্রঃ বাংলা চলচ্চিত্র গ্রুপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার গঠনমূলক মন্তব্য ও সমালোচনা আমার লেখনীকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। দয়া করে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

Copyright © 2014 রিপন ঘোষের খেরোখাতা All Right Reserved
^
Blogger দ্বারা পরিচালিত.